হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৫ নভেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রফিকুল ইসলাম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিরঞ্জন উরাঁও গোমস্তাপুর উপজেলার কাশরইল গ্রামের সমর উরাঁওয়ের ছেলে। দণ্ডের পাশাপাশি নিরঞ্জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সমর উরাঁও (৪০), গণেশ উরাঁও (২২), দশরত উরাঁও (২২), সাবানু উরাঁও (২৬) ও বুধুয়া উরাঁও (২৪)। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে বুধুয়া ও সমর পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম বলেন, ২০১০ সালের ২৩ নভেম্বর বিকেলে কাশরইল গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল। এ সময় পূর্ব শত্রুতার জেরে তাকে গলাকেটে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ১২ সেপ্টেম্বর গোমস্তাপুর থানার এসআই বাণী ঈসরাইল আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। আজ মামলার রায় দেন বিচারক।

মোহা. আব্দুল্লাহ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।