ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৫ নভেম্বর ২০১৮

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করছিল প্রধান শিক্ষক জাকির হোসেন। ছাত্রীর মা বেঁচে না থাকায় বিষয়টি বাড়িতে গিয়ে ভাই ও ফুফুকে জানায়। পরে ছাত্রীর ভাই ঘটনাটি স্কুলের অন্য শিক্ষকদের জানালেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।

সোমবার দুপুরে বিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি করলে বিষয়টি ভাইকে জানায়। একপর্যায়ে ছাত্রীর ভাই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে ছাত্রীর ভাইকে বিদ্যালয়ে আটকে রাখে প্রধান শিক্ষক। এরপর স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ এসে প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের ওসি মারুফ আহম্মেদ বলেন, শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।