রাজশাহী থেকেই সরকার পতনের আন্দোলন : মিনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৭ নভেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ৯ নভেম্বর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ। সেখান থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে।

বুধবার রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এ কথা বলেন মিনু। সকালে নগরীর মালোপাড়া এলাকার দলীয় কার্যালয় সংলগ্ন ভুবনমোহন পার্কে এ সমাবেশ আয়োজন করে নগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু।

মিনু আরও বলেন, কি বায়ান্নের ভাষা আন্দোলন, কি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, সব এই রাজশাহী থেকে সূত্রপাত হয়। রাজশাহী থেকেই গণতান্ত্রিক সকল আন্দোলনের সূচনা। এখান থেকেই শুরু হবে সরকার পতনে আন্দোলন। এ আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান মিনু।

সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন মিনু। একই সঙ্গে দলের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনীতিক জীবনের নানা দিক তুলে ধরেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক ও নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও নগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরও উপস্থিত ছিলেন, নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলু, শাহ্মখ্দুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপির
সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি নেতারা। পরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়।

ফেরদৌম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।