আ.লীগের মনোনয়নপত্র নিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৩১ এএম, ১২ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন। রোববার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তী) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাঁদপুর জেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বর্তমানে পাওয়ার সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগের হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে তিনি বলেন, আশা করছি আমি দলীয় মনোনয়ন পাব এবং বিজয়ী হয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে গত দশ বছরে যে বিস্ময়কর অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছেন সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে দলের হয়ে অবদান রাখতে চাই।

তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের প্রথম অনুস্বাক্ষারকারী এবং যৌথ কমিটির সদস্য ছিলেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৮৭-৮৮ সালে ছাত্রলীগের বুয়েট শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও ১৯৮০-৮২ সালে দক্ষিণ ছাত্রাবাস ঢাকা কলেজের বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন তিনি।

এছাড়া মোহাম্মদ হোসাইন ২০০৫ সালে সন্ত্রাসবিরোধী ঐক্য কনভেনশন জাতীয় কমিটির সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।