২ কোটি টাকার মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১২ নভেম্বর ২০১৮

জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩২ কেজি ওজনের একটি শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের আজিম মদ্দিনের ছেলে মুনসুর আলী ও আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত রামলালের ছেলে অখিল মন্ডল।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পৌর শহরের চিত্রাপাড়া এলাকায় মূর্তি বেচাকেনা চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এআরকে ছাত্রাবাসের একটি রুম থেকে মূর্তিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় মূর্তি ব্যবসা করে আসছিল।

রাশেদুজ্জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।