বাবার গলা কেটে থানায় হাজির ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৬ নভেম্বর ২০১৮

চাঁদপুরে মাদকাসক্ত ছেলে হোসেন গাজীর হাতে বাবা মুছা গাজী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকার গাজী বাড়িত এ ঘটনা ঘটে।

ষাটোর্ধ্ব মুছা গাজী পেশায় চায়ের দোকানদার ছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে মাদকের টাকার জন্যে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু বাবা টাকা দিতে রাজি হয়নি। ভোরে ফজর নামাজ পড়ে মুছা গাজী ঘরে ঘুমালে ছেলে হোসেন গাজী দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। পরে হোসেন গাজী চাঁদপুর সদর মডেল থানায় এসে আত্মসমর্পণ করে।

ইকরাম চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।