লাখ টাকা নিতে এসে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

লক্ষ্মীপুরে নারীসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আমিনুল ইসলাম নামে অপহৃত এক কৃষি কর্মকর্তাকে উদ্ধার ও ৬০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় র্যাব। এর আগে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. শরীফুল ইসলাম, মো. সেলিম, পলি আক্তার ও পপি।

র্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি লোকজনকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করে আসছিল।

রোববার বিকেলে নোয়াখালী সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে অপহরণ করে তারা। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে লাখ টাকা লেনদেনের সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার ও কৃষি কর্মকর্তা উদ্ধার করে র্যাব।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।