শরীয়তপুরে ইসলামী আন্দোলনের মনোনয়ন পেলেন যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৩১ এএম, ২১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শরীয়তপুরের ৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার পল্টনে দলীয় কার্যালয়ে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য হাফেজ মাওলানা শওকত আলী ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. হানিফ মিয়া।

মো. ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।