হবিগঞ্জে বাস খাদে পড়ে মেডিকেল অফিসার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাফি কামাল চৌধুরী নামে এক মেডিকেল অফিসার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নিহত সাফি কামাল চৌধুরী শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন একটি বাস শনিবার সকাল ৯টার দিকে নবীগঞ্জের সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সাফি কামাল ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও ২০ জন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।