কলাপাড়ায় ৫০ মণ জাটকা জব্দ
পটুয়াখালীর কলাপাড়া থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার গভীর রাতে রামনাবাদ নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
কলাপাড়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. কেএইচ মনির জানান, শুক্রবার গভীর রাতে রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। আজ দুপুরে সেগুলো কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস স্থানীয় এতিমখানা, অসহায় ও গরিব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম