আতিককে অভ্যর্থনা জানাতে গিয়ে নিহত মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিককে (জাতীয় সংসদের হুইপ) অভ্যর্থনা জানাতে গিয়ে মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুরুজ আলী (৫৫) সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোক্তাহার আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসা আতিউর রহমান আতিককে অভ্যর্থনা জানাতে প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকর্মীরা এগিয়ে যান। এ সময় বহরে থাকা সুরুজ আলীর মোটরসাইকেলকে চাপা দেয় মাইক্রোবাস।

হাকিম বাবুল/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।