লাখাইয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

হবিগঞ্জের লাখাইয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এসময় অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই উপজেলার স্বজন গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং সদ্য আওয়ামী লীগে যোগদান করা নেতা মহারাজ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে এসে যোগ দেয় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রাম থেকে উভয়পক্ষের স্বজনরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহতদের সদর আধুনিক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শরীফপুর গ্রামের মনসুর আলীর ছেলে ইকবাল হোসেন (৪০) মারা যান।

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, তাদের উভয়পক্ষেরই অষ্টগ্রামের শরীফপুর গ্রামের আত্মীয়স্বজন রয়েছে। তারা সেখান থেকে প্রায়ই দাঙ্গা হাঙ্গামায় এসে যোগ দেয়। এবারও তাই করেছে। সংঘর্ষে ইকবাল মারা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বিকেল সাড়ে ৪টায় এ খবর লেখা পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।