ফেনীতে নিজাম হাজারীসহ মহাজোট প্রার্থীদের মনোনয়নপত্র জমা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোটের প্রার্থীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের কাছে মনোনয়নপত্র তুলে দেন ফেনী-১ আসনের প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ আসনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও এদিন দুপুর পর্যন্ত ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চৌধুরী, বিএনএফ মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা কাজী গোলাম কিবরিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী-২ (সদর) আসনে বিএনএফ মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নুরুল করিম বেলালী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে সৈৗদি আরব আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবদুর রাজ্জাক, বাম জোট বাসদ নেতা হারাধন চক্রবর্তী ও দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের বাসিন্দা হাসান আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এখন পর্যন্ত ফেনীর তিনটি আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
রাশেদুল হাসান/আরএআর/এমএস