খাগড়াছড়িতে চাচা-ভাতিজাসহ বিএনপির তিন প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে চাচা-ভাতিজাসহ বিএনপির তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার তারা পৃথকভাবে এ মনোনয়নপত্র জমা দেন।
খাগড়াছড়ির জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের হাতে মনোনয়নপত্র দাখিল করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পরপরই বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আফসার প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হলে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নির্বাচিত হবে।
বিএনপির একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া প্রশ্নে তিনি বলেন, শেষ পর্যন্ত দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত মেনেই আমরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো।
এদিকে বিকেলের দিকে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।
মুজিবুর রহমান ভূঁইয়া/আরএআর/এমএস