কুষ্টিয়ায় হত্যা মামলায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

কুষ্টিয়ার ভেড়ামারায় খায়রুল নামে এক যুবককে হত্যার দায়ে একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের বাসিন্দা মৃত. নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান (৫২), আব্দুল মান্নানের স্ত্রী মেরিনা খাতুন (৪০) ও আব্দুল মান্নানের মা মর্জিনা খাতুন (৭০)। এছাড়া এ মামলার অপর আসামি হযরত আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

নিহত খায়রুল ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত তালিম উদ্দিন মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ আগস্ট দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের রাস্তা দিয়ে নিহত যুবক খায়রুলের ভাই শাহিন কাঁচা পাট বোঝাই ট্রলি চালিয়ে যাওয়ার সময় পেছনে কয়েকটি শিশু ট্রলিতে ঝুলছিল। শাহিন ট্রলি দাঁড় করিয়ে ওই শিশুদের বকাবকি করায় আসামিরা যোগসাজসে ট্রলি চালককে ঘরে আটকে রেখে মারধর করতে থাকে। খবর পেয়ে খায়রুলসহ পারিবারের সদস্যরা শাহিনকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাদের উপর চড়াও হয় এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এ ঘটনায় শাহিনের ছোট ভাই খায়রুল গুরুতর আহত হন। আহত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালে ১৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকট অনুপ কুমার নন্দী রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আল-মামুন সাগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।