কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ণ (৫২) নামে এ হাজতির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় কারাগারে ছিলেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে ধর্ম নারায়ণকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২১ আগস্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকারপাড়ায় নিজের ভাতিজি বনবাসী বর্মনকে (৪৫) হত্যার অভিযোগে ধর্ম নারায়ণ কারাগারে ছিলেন।

রবিউল এহসান রিপন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।