অপ্রয়োজনীয়তার প্রয়োজন বুঝল শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপন করা হলো মহানুভবতার দেয়াল। প্রত্যন্ত ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষগুলোর সামান্য প্রয়োজন মেটানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। তারা মনে করছেন, ক্ষুদ্র শিক্ষার্থীদের এ উদ্যোগ মানুষের হৃদয়ের চোখ খুলে দেবে। এ উদ্যোগ ভবিষ্যতে তাদের মানবিক মানুষে পরিণত করবে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ।

jagonews

এসময় উপস্থিত ছিলেন, গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিবসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এদিকে,
বিদ্যালয়ে আসার সময় শিক্ষার্থী বাড়ি থেকে নিজের ও পরিবারের অন্যদের অব্যবহৃত কাপড়সহ আরও অনেক অপ্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে আসে। উদ্বোধনের পর সেগুলো ঝুলিয়ে দেয় মহানুভবতার সেই দেয়ালে।

মহানুভবতার এ দেয়ালের দুই প্রান্তে লেখা রয়েছে, তোমার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, তোমার যা অপ্রয়োজনীয় এখানে রেখে যাও।

jagonews

শিক্ষার্থী রায়হান কবির জানায়, এমন উদ্যেগ আমাদেরকে ভবিষ্যতে মানুষের সেবা করার শিক্ষা দিচ্ছে। মানুষের প্রতি ভালোবাসা, সেবা করার আগ্রহ এই উদ্যোগের মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে শুরু হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিব বলেন, সমাজের অবহেলিত অস্বচ্ছল মানুষদের জন্য কিছু করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি বিত্তবান ও স্বচ্ছল মানুষরা তাদের অব্যবহৃত জামা কাপড় এ দেয়ালে রেখে যাবেন। যার ফলে অস্বচ্ছল মানুষেরা এখান থেকে নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারে। আর শিক্ষার্থীরা এখান থেকে মানব সেবার শিক্ষা অর্জন করবে আর সমাজে একদিন গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

jagonews

রবিউল এহসান রিপন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।