ব্যাংকে কোনো টাকা নেই এমপি জগলুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য (এমপি) এস এম জগলুল হায়দারের ব্যাংকে কোনো টাকা নেই। তবে তার কাছে ৩৭ লাখ টাকা রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে।

হলফনামায় এমপি জগলুল হায়দার উল্লেখ করেছেন, ব্যাংকে কোনো টাকা নেই। তবে তার কাছে নগদ ৩৭ লাখ টাকা আর স্ত্রীর কাছে ২০ লাখ টাকা রয়েছে। তার নামে তিনটি মামলা। সব মামলাতেই অব্যাহতি পেয়েছেন তিনি। বাৎসরিক হিসেবে কৃষিখাত থেকে আয় দুই লাখ টাকা, ব্যবসা থেকে আয় ১৯ লাখ ৯৫ হাজার টাকা, পরিতোষিক আয় ৬ লাখ ৬০ হাজার টাকা ও সম্মানিভাতা এক লাখ ৭৭ হাজার ৯৯৫ টাকা।

হলফনামায় তিনি দুইটি মোটর গাড়ি, স্ত্রীর ৪ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণ , দেড় লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী, ৩ লাখ টাকার আসবাবপত্র , ৪ লাখ ৭০ হাজার টাকার পিস্তল-শর্টগান রয়েছে বলেও উল্লেখ করেছেন।

তার ৬৪ লাখ টাকার ৫.১৭ শতক কৃষিজমি , ৪১ লাখ টাকার অকৃষি জমি, ১৪ লাখ টাকার দুই তলা বাড়ি , সরকারি বরাদ্দে অ্যাপার্টমেন্ট ৩৫ লাখ ৬৯ হাজার ৬০০ টাকার, ২০ লাখ টাকা শেয়ারে চারটি মাছের ঘের ও সরকার কর্তৃক বরাদ্দকৃত ৬ লাখ টাকার প্লট রয়েছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ নেই এস এম জগলুল হায়দারের।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।