কুড়িগ্রাম-৪ আসনে মহাজোটের প্রার্থী রুহুল আমিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির (জেপি) রুহুল আমিনকে মহাজোটের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। তিনি জেপি মনোনীত প্রার্থী হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে জেপির হয়ে রুহুল আমিন সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

কুড়িগ্রাম-৪ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনের জন্য ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।