মাশরাফির পক্ষে ‘ডোর টু ডোর’ ভোট ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে নাগরিক সমাজ। শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ‘নড়াইল সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মাশরাফির পক্ষে ‘ডোর টু ডোর’ ভোট ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছে নাগরিক সমাজ।

নড়াইল সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল সচেতন নাগরিক সমাজের কর্মকর্তা রেজাউল আলম, কাজী হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম নবী, শিক্ষক আসাদুজ্জামান, অধ্যক্ষ বদরুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রাবু, অধ্যক্ষ ফয়সাল খান, নারী নেত্রী আঞ্জুমান আরা, রওশন আরা কবির লিলি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ করে মাশরাফির জন্য কাজ করতে হবে এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ডোর টু ডোর সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দেশের সম্পদ মাশরাফির জন্য ভোট ক্যাম্পেইনে নামতে হবে।

সভা শেষে সংসদীয় আসনের দুটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নে ( ২০টি ইউনিয়ন) নির্বাচনী কমিটি গঠন করা হয়।

হাফিজুল নিলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।