পশু চিকিৎসককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পূর্বকোদালিয়া দক্ষিণপাড়া মহল্লায় কাউছার হোসেন (২৩) নামের এক পশু চিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত খাষপুখুরিয়া ইউপির সংরক্ষিত সদস্য শিরিন সুলতানাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ইউপি সদস্যের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহত কাউছার ওই গ্রামের আন্তাজ আলীর ছেলে।

নিহতের চাচা মাওলানা জয়নাল আবেদীন জানান, কাউছারের বাবা আন্তাজ আলীর সঙ্গে মহিলা মেম্বার শিরিন সুলতানার স্বামী রফিকুল ইসলাম বকুলের জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার বাড়িতে দাওয়াতের কথা বলে কাউছারকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মিলটনসহ (৩২) আরও ৩ জন আহত হয়েছেন।

চৌহালী থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। রাতেই আসামি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিরিন সুলতানাকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।