গাইবান্ধায় বিএনপি কার্যালায়ে আগুন
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালায়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের সার্কুলার রোডের ওই কার্যালায়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, স্থানীয় লোকজন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা বিএনপি কার্যালায়ের ভেতরে আগুন জ্বলতে দেখে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, কিছু প্লাস্টিকের চেয়ার ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিএনপি কার্যালয়ের ভেতর থেকে একটি পুড়ে যাওয়া বোতল পাওয়া গেছে। বোতলটি পুড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে ছিল। ওই বোতলে সম্ভবত কেরোসিন কিংবা পেট্রোল জাতীয় পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।
এফএ/পিআর