মনোনয়ন প্রত্যাহার করলেন এমপি আব্দুল মতিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভবাজার
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

মৌলভবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বর্তমান সংসদ সদস্য (এমপি) আব্দুল মতিন। একই আসনে মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে বিকল্পধারার এম এম শাহিনকে। ফলে এই আসনে এম এম শাহীনকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন এমপি আবদুল মতিন। রোববার সকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি প্রত্যাহারপত্র জমা দেন।

এমপি আবদুল মতিন বলেন, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকার পক্ষে সমর্থন জানিয়েছি।

এ সময় মৌলভবাজার-২ আসনে বিকল্পধারায় প্রার্থী এমএম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন

আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের পর এমপি আব্দুল মতিন জাগো নিউজকে জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

রিপন দে/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।