‘নাসিরনগরের মানুষ নৌকাপ্রেমী’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের দুর্গ। এখানকার মানুষ নৌকাপ্রেমী। আওয়ামী লীগের যখন দুঃসময় তখন নাসিরনগরের সর্বস্তরের মানুষ নৌকার প্রতি তাদের সমর্থন জানিয়েছিল। এবারের নির্বাচনেও নাসিরনগরবাসী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে এবারও আওয়ামী লীগ থেকে ফরহাদ হোসেন সংগ্রামকে মনোনয়ন দেয়া হয়েছে।

এই আসনে বিএনপির বিত্তশালী প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রতি ইঙ্গিত করে সংগ্রাম বলেন, অতীতে কালো টাকা দিয়ে নাসিরনগরের মানুষকে কেনার চেষ্টা করা হয়েছে। কিন্তু নাসিরনগরের সহজ-সরল মানুষ সেই কালো টাকায় বিক্রি হয়নি। এবারও তারা কালো টাকার কাছে বিক্রি হবে না। তারা উন্নয়নের মার্কা নৌকাকেই বেছে নেবে।

তিনি আরও বলেন, হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলাটি এক সময় বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল। এখন সেই চিত্র বদলে গেছে। স্বাধীনতার পর থেকে নাসিরনগরে যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারই করেছে। এখনও নাসিরনগরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে।

মতবিনিময় সভায় নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক লতিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল জ্যোতি দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।