একই আসনে ঐক্যফ্রন্টের দুই প্রার্থী
নির্বাচনের কৌশল হিসেবে মৌলভীবাজার-৪ আসনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করবেন দুইজন। তারা হলেন- বিএনপির হাজি মুজিব ও গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে আশিক মুঈদ চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বর্তমানে সেখানে আওয়ামী লীগ থেকে লড়বেন মো. আব্দুস শহীদ, বিএনপি থেকে মুজিবুর রহমান মুজিব, গণফোরাম থেকে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সালাউদ্দিন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, নির্বাচনের কৌশলগত কারণে এ আসনে দুইজন প্রার্থী আছেন। তারা আলাদা আলাদাভাবে নির্বাচন করবেন। দুইজনই এলাকায় জনপ্রিয়।
মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে হাজী মুজিব ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ নির্বাচন করবেন।
রিপন দে/এএম/আরআইপি