বিএনপি-জামায়াতের ভোট চাওয়ার অধিকার নাই : নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখেনি, মানুষের শান্তি বিনষ্ট করেছে সেই বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গীদের ভোট চাওয়ার অধিকার নাই। আওয়ামী লীগ দেশে উন্নয়নের যে নজির সৃষ্টি করেছে তাতে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেনই। যদি শান্তি সমৃদ্ধি অব্যাহত রাখতে চান তাহলে সুযোগ না হারিয়ে আবারও সবাই নৌকায় ভোট দিন।

বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, আগামী নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নেয়ার নির্বাচন। এ নির্বাচনে সকলকে দলীয় ভেদাভেদ ও কোন্দল দূর করে নির্বাচনী মাঠে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগই জনগণের ভালোবাসার ভোটে আবারও ক্ষমতায় যাবে।

তিনি বলেন, শাহজাদপুরকেও পিছিয়ে রাখা যাবে না। স্বপনকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

পোরজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান প্রমুখ বক্তব্য দেন।

এদিকে শাহজাদপুর উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন মন্ডল শতাধিক দলীয় নেতাকর্মীদের নিয়ে মোহাম্মদ নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।