ট্রাকচাপায় দুই ভাইসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুলপালা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুলপালা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রাকিব হোসেন (২০) ও সাকিব হোসেন (১৪) এবং ভটভটিচালক সদর উপজেলার পীরপুর গ্রামের লিটন হোসেন (২৬)।

road1

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক চুয়াডাঙ্গার দিকে আসছিল। কুলপালা এলাকায় একটি চলন্ত ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ভটভটিচালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই রাকিব ও সাকিবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারাও নিহত হন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে যায় চালক।

সালাউদ্দিন কাজল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।