বিএনপির নির্বাচনী অফিসে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:১৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৮

মেহেরপুরে মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে বিএনপির নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কে বা কারা অফিসটির ত্রিপল ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়।

মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, নির্বাচনী প্রচারণার জন্য মঙ্গলবার বিকেলে মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে নির্বাচনী অফিসটি স্থাপন করা হয়। বৃহস্পতিবার রাতে কে বা কারা অফিসটির ত্রিপল ছিঁড়ে সেগুলো পুড়িয়ে দেয়। সকালে স্থানীয় নেতাকর্মীরা ফোন করে খবর দিলে জানতে পারি।

তবে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হেনেস্থা করার চেষ্টা করছে। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হবে বলে জানান তিনি।

আসিফ ইকবাল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।