সাতক্ষীরায় বিএনপির প্রচারণায় হামলা, প্রার্থীসহ আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবসহ ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুর রহমান সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, ছাত্রদল নেতা রুবেল ও যুবদল নেতা আশরাফ হোসেন।

Satkira

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার নিজ বাড়িতে মতবিনিময় সভা শেষে কলারোয়া সদরে গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে হেলমেট পরে লোহার রড, হাতুড়ি নিয়ে আতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এতে ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

তবে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন জাগো নিউজকে বলেন, বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার বিষয়টি আমি শুনেছি। আমাদের দলের কেউ হামলা করেনি। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

এদিকে ঘটনার বিষয়ে কলারোয়া থানার ওসি মারুফ আহম্মেদ বলেন, ঘটনা শুনে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি। নিজেদের দুই পক্ষের হামলায় কেউ কেউ সামান্য আহত হয়েছেন। তারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।