মেহেরপুরে ছাত্রলীগের সভাপতি কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮

মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সালাম বাঁধনসহ ছাত্রলীগের ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অপরাধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।

মেহেরপুর সদর থানার এসআই আব্দুল আলিম বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলাটি করেছেন। মামলায় এসআই রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মামলায় আব্দুস সালাম বাঁধন, ইব্রাহীম, শিশির ও আশিককে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিুর রহমান জানান, রোববার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর জেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।