খুরা রোগে ৫ গরুর মৃত্যু, আক্রান্ত শতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে খুরা রোগে আক্রান্ত হয়ে গত সাতদিনে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। একই রোগে আক্রান্ত হয়েছে শতাধিক গরু।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উপজেলার বেলকা গ্রামের রাজেন্দ্র কুমারের একটি, বিকেলে প্রভাত কুমারের একটি, সোমবার চান্দ মিয়ার দুটি এবং আরেক প্রতিবেশীর একটি গরু খুরা রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলবেষ্টিত এলাকায় এ রোগ ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে খুরা রোগে আক্রান্ত হয়েছে শতাধিক গরু। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সহযোগিতা পাননি তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, ভাইরাসজনিত কারণে গরু খুরা রোগে আক্রান্ত হয়। কিন্তু এ রোগে গরু মারা যাওয়ার কথা না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।