সাঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈন প্রধান লাবুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বোনারপাড়া সরকারি কলেজ মোড় চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।

মঈন প্রধান লাবু উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোতাল্লেব প্রধানের ছেলে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামিরুল ইসলাম মামুন অভিযোগ করেন বলেন, মঈন প্রধান লাবু সব মামলায় সে জামিনে আছেন। নির্বাচনে ধানের শীষের পক্ষে যাতে কাজ করতে না পারে সে জন্যই তাকে আটক করা হয়েছে।

আটককৃত বিএনপি নেতা মঈন প্রধান লাবু মুক্তিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।