বিএনপি প্রার্থী বাচ্চুকে কারাগারে পাঠালেন আদালত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রেজা আহমেদ বাচ্চু তার বিরুদ্ধে থাকা নাশকতার মামলায় স্থায়ী জামিন নিতে বুধবার আদালতে যান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
কুষ্টিয়া আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, দৌলতপুর থানার অস্ত্র ও বিস্ফোরক মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
জামিন শেষে বুধবার দুপুরে কুষ্টিয়ায় অবকাশকালীন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে, বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
আল মামুন সাগর/এএম/জেআইএম