ককটেলগুলো আসলে ককটেল নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে ততই ছড়িয়ে পড়ছে রাজনৈতিক উত্তাপ। এক শ্রেণির দুর্বত্তরা এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের ভীতি প্রদর্শন করতে কৌশলের আশ্রয় নিচ্ছে। রাতের আঁধারে বিভিন্ন স্থানে চকলেট বাজি ফুটিয়ে বোমা হামলা বলে ছড়িয়ে দেয়া হচ্ছে। আর এতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার ভোরেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শ্যামনগর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ প্রার্থী এসএম জগলুল হায়দারের নির্বাচনী কর্মী মো. আশরাফ আলী জাগো নিউজকে জানান, ‘ভোরে শ্যামনগর সদরে মাইক্রোস্ট্যান্ডের পাশে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে পর পর তিনটি ককটেল মারা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে সবকিছু উদ্ধার করে নিয়ে গেছে।’

তবে ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ওসি আবুল কালাম বলেন, কোনো কিছু উদ্ধার করা হয়নি।

অন্যদিকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার তালা সদরের শেখেরহাট জেলেপাড়ার সামনে, ঝাওতলা এলাকায় পর পর চারটি শব্দ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিক।

তাৎক্ষণিক তালা-কলারোয়া আসনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্কাস পার্টির প্রার্থী মুস্তফালুৎফুল্লাহ্ বিভিন্ন পত্রিকা অফিসে বোমা হামলার কথা জানিয়ে তথ্য সরবরাহ করেন। ওই রাতে নিজেও নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

কিন্তু তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে কোথাও কোনো আলামত পায়নি। বিভিন্ন জায়গায় চারটি শব্দ হয়েছে। কোনো আলামত না পেলে কিভাবে বলবো এটা কি ছিল। তবে এটা যে আতঙ্ক সৃষ্টির জন্য করা হয়েছে সেটা নিশ্চিত।

তবে এ বিষয়টিকে বোমা হামলা বলে ঢালাওভাবে প্রচার করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলেও জানান ওসি।

বোমা-ককটেল ও চকলেট বাজির ব্যাখ্যা দিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলী আহম্মেদ হাশেমী বলেন, বোমামূলক কিছু বিস্ফোরিত হওয়ার পর মানুষকে ক্ষতি করবে, যার মধ্যে মানুষকে ছিন্নভিন্ন করার বিভিন্ন উপাদান থাকবে। আর ককটেলও মানুষকে ক্ষতি করবে। যা নাশকতা করার উদ্দেশ্যে মূলত ব্যবহার হয়। তবে চকলেট বাজি শব্দ হবে কিন্তু কারো কোনো ক্ষতি করবে না। তবে অনেক কাছাকাছি ফোটানো হলে অনেক সময় শ্রবণ শক্তির সমস্যা হতে পারে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।