শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অসম্ভব
সবার জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষে প্রায় অসম্ভব। তারপরও নির্বাচনে অংশগ্রহণে সব দল ও ভোটারদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
সারা দেশে নির্বাচনী প্রচার কাজে যে বিচ্ছিন্ন হামলার কথা বলা হচ্ছে এ বিষয়ে যদি কেউ নির্বাচন কমিশনে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
গাইবান্ধার জেলা প্রশাসক সেবাস্টিন রেমার সভাপতিত্বে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিএস ব্রজেন্দ্র নাথ রায়।
জাহিদ খন্দকার/এফএ/এমকেএইচ