শাহজাদপুরে বিএনপির এক হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল ইসলাম সাব্বিরসহ প্রায় এক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান স্বপনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা যোগদান করেন।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর মাসুদ জয়, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল ইসলাম সাব্বির, উপজেলা বিএনপির দফতর সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব নবী, পৌর বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আলো, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ উপজেলা শাখা, পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের প্রায় এক হাজার নেতা।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।