নেতাকর্মী ছাড়াই নির্বাচনী মাঠে কনকচাঁপা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

অবশেষে দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াই স্বামীর সঙ্গে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (সদরের আংশিক ও কাজিপুর) আসনে গণসংযোগে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শুক্রবার দুপুরে স্বামী সুরকার মইনুল ইসলামকে নিয়ে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

SIRAJGONG-PHOTO02

কনকচাঁপা বলেন, প্রচারণায় সরাসরি বাধা না দেয়া হলেও মোবাইল ফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে। তারপরও আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে। প্রথম দিনেই মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি ভালো ফলাফল আশা করছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি আরও বলেন, জনগণকে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা কেন আমাদের মার্কার জন্য ভোট চাইতে পারবো না।

এদিকে কনকচাঁপার গণসংযোগের সময় পুলিশ তার নিরাপত্তা দিয়েছে। এ সময় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা দূরুত্ব বজায় রেখে সৌজন্যতা দেখিয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।