গভীর রাতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে পুলিশ : দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

লালমনিরহাট-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, পুলিশ সাদা পোশাকে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার অব্যাহত রেখেছে। কোথাও কোথাও নেতাকর্মীদের না পেয়ে নারী সদস্যসহ পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়া হচ্ছে। পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দলের স্বার্থেই নির্বাচন একতরফা করতে সব শক্তি নিয়ে মাঠে নেমেছে।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গভীর রাতে বাড়িতে বাড়িতে হানা দিয়ে ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এ পর্যন্ত বিএনপির ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর ১৪ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ বা গ্রেফতারি পরোয়ানা নেই।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় সরকারি কিছু কর্মকর্তা প্রত্যক্ষভাবে লাঙ্গলের পক্ষে কাজ করছে। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন চলাকালীন কুলাঘাট ইউনিয়ন থেকে আরও একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন রাষ্ট্রযন্ত্র আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। গ্রামে-গঞ্জে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে করে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য সচিব একেএম মমিনুল হক, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রেজা, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিউল হাসান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।