‘অস্ত্রের সঙ্গে ধানের শীষ লাগিয়ে প্রচার মিছিল করছে বিএনপি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জ-২ (সদরে একাংশ ও কামারখন্দ) আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, দেশে নির্বাচন এলেই শান্ত পরিবেশ অশান্ত করে বিএনপি। তারাই আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি চালিয়ে আবার আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।

শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি অভিযোগ করে বলেন, বিএনপির সন্ত্রাসীরা খন্তা, শাবল, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের সঙ্গে ধানের শীষ লাগিয়ে প্রচার মিছিল করছে। ধানের শীষের নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রচারে বাধা, হামলা ও কর্মীদেরমারপিটের ঘটনা ঘটাচ্ছে।

গত কয়েকদিন আমাদের ১০/১২ জন কর্মীকে মারপিট করেছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১০ বছর শান্তিতে ঘুমিয়েছে সিরাজগঞ্জের মানুষ। আমরা সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ করেছি, মাদক কমিয়েছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। অথচ তারা ১০ বছরে মানুষের কাছে না গিয়ে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে। জনগণের কাছে সাড়া না পেয়ে নির্বাচনে জয়ের জন্য নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) হারুন-অর রশিদ, অভিনেতা জাহিদ হাসান, মিসেস শারিতা মিল্লাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।