সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সজাগ : ব্রিগেডিয়ার সাজেদুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সজাগ। পাহাড়ের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। একটি কুচক্রী মহল পাহাড়কে ‘জুম্মল্যান্ড’ তৈরির অপচেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা বাস্তবায়ন হতে দেয়া যাবে না।

গুইমারা রিজিয়নের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ব্রিগেডিয়ার সাজেদুল।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসিজির সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

army-bd1

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর ইমরাউল কায়েস ইমারুল, জোনাল স্টাফ অফিসার মেজর মো. মাজহারুল ইসলাম ভুইয়া, মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে গুইমারা রিজিয়নের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে দুই শতাধিক হতদরিদ্র পাহাড়িদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।