বিএনপির দুই প্রার্থীর বাড়ি থেকে ১০৭ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি

বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের মোড়েলগঞ্জ শহরের এসএম কলেজ রোডের বাসা থেকে মঙ্গলবার বিকেলে ৯৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাদের ৫/৬ ঘণ্টা সেখানে অবরুদ্ধ রাখা হয়।

অপরদিকে বাগেরহাট ৩ আসনে ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদের বাড়িতে হামলার ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ওয়াদুদের ভাই আব্দুল কাদেরসহ পরিবারের দুই সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রামপালের গৌরম্বা এলাকা থেকেও জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করা হয়।

শওকত আলী বাবু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।