মজাহারুলকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপার আবু সালেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মজাহারুল হক প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক।

শুক্রবার রাতে জেলা শহরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নৌকা প্রতীকের প্রার্থী মজাহারুল হক প্রধান।

সংবাদ সম্মেলনে মজাহারুল হক প্রধান বর্তমান সরকারের ১০ বছরে পঞ্চগড়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নির্বাচনে তাকে সহযোগিতার কথা জানান।

এ সময় আবু সালেক মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রতি সুদৃষ্টি ও নির্বাচিত হলে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ মিথ্যা বলে দাবি করে মামলা তুলে নিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, আবু বকর ছিদ্দিক, মো. সফিকুল ইসলাম, মকলেছার রহমান মিন্টু, শুবেন শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।