সাতক্ষীরায় দুই প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

ভোটকক্ষ থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের মারধরের অভিযোগ এনে সাতক্ষীরা-২ আসনের বিএনপি প্রার্থী ও জামায়াত নেতা আব্দুল খালেক ও সাতক্ষীরা ৪ আসনের বিএনপি প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম (ধানের শীষ) পক্ষের এজেন্টরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দুই প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা ভোট বর্জনের ঘোষণা দেন।

সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম কারাগারে রয়েছেন। তার পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়ক শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিল ভোট বর্জনের ঘোষণা দেন।

অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনিও নাশকতা মামলায় কারাগারে থাকায় তার
পক্ষে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এসব বিএনপি প্রার্থীদের অভিযোগ সত্য নয়। এখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পোলিং এজেন্টদের বের করার অভিযোগ সত্য নয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পায়নি।

দুপুরের দিকে ওই প্রার্থীর নির্বাচনী এজেন্ট অভিযোগ করে বলেন, ‘আমাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি, ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে বাঁধা দেয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ছিল না বলেও অভিযোগ আনা হয়।’

বিএনপির এজেন্টরা আরও অভিযোগ করেন, সকাল থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিটি ভোট কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। বিএনপি কর্মীদের মারধর করা হয়েছে। এসব অভিযোগ পুলিশকে জানানো হয়েছে তবে কোনো কাজ হয়নি।

আকরামুল ইসলাম/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।