পাবনায় ধানের শীষের দুই প্রার্থীর ভোট বর্জন
পাবনার ৫টি আসনে বড় ধরনের কোনো ঝামেলা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাবনা-৪ আসনের ঈশ্বরদীতে জামায়াত-আওয়ামী লীগ সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। অন্য ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়।
এদিকে, পাবনা-৪ ও পাবনা-৫ আসনের ধানের শীষের দুই প্রার্থী দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। জেলার অনেক কেন্দ্রে ধানের শীষের নির্বাচনী এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি। দুপুরে জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী সমর্থিত জামায়াত-শিবিরের কর্মীরা নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত খ্যাতিমান কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ (৫০), তার স্ত্রী বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষানী বেলি বেগম(৪০), তার ছেলে রিংকুসহ (৩০) সাতজন আহত হন।
পাবনা-৪ আসনের ধানের শীষের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব দুপুর ২টার দিকে ও পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, আমাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। অনেককে ভয়ভীতি দেখানো হয়েছে। এজন্য আমরা ভোট বর্জন করেছি।
একে জামান/এএম/জেআইএম