ঢাকা-মৌলভীবাজার যোগাযোগ বন্ধ
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের লছনা এলাকায় ক্রেনবাহী একটি লরি নির্মাণাধীন ব্রিজের পাশের ডাইভারশন ব্রিজে দেবে গেছে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক গত রাত দুইটা থেকে বন্ধ রয়েছে ৷ এর ফলে ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্রিজের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গলের লছনা এলাকায় অবস্থিত সাতগাঁও চা ফ্যাক্টরির সামনের সড়কে নতুন ব্রিজ তৈরির কাজ চলছে। ফলে ব্রিজের পাশ দিয়ে করা বাইপাস ডাইভারশনে শ্যামলিমা কোম্পানির একটি ভারী লরি ক্রেনসহ দেবে যায়। এতে রাত দুইটা থেকে সড়কটিতে দূর পাল্লার গাড়িসহ সকল প্রকারের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুইপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ৷
এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ নান্নু মণ্ডল জানান, সিলেটের শেরপুর থেকে একটি ক্রেন উদ্ধারের জন্য এসেছে, আশা করছি স্বল্প সময়ের মধ্যেই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।
রিপন দে/আরএআর/জেআইএম