মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে কামরুন নেছা রেখা (৪৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই স্কুলশিক্ষক শামসুদ্দিন বারী বাবুও (৫০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়পুরহাট-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেখা কালাই উপজেলার ইন্দাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী। আহত বাবুও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রেখা ও বাবু একই স্কুলে চাকরি করেন। স্কুল শেষ করে সন্ধ্যায় মোটরসাইকেলে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়িঘাট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। কিন্তু রেখার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।