কুকুর তাড়াতে গিয়ে নিখোঁজ, কলা বাগানে মিলল লাশ
ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামের একটি কলা বাগান থেকে বেলাল হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বেলাল হোসেন মুরারিদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বেলাল হোসেনের বড় ভাই হজরত আলী বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সঙ্গে মাঠে খেলা করে সন্ধ্যায় বাসাই ফিরে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় আমার ছোট ভাই একটি কুকুর তাড়াতে বাইরে গিয়ে আর বাসাই ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। পরে সকালে স্কুলের পাশে একটি কলা বাগানে তার মরদেহ পাওয়া যায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। দুপুরের দিকে গ্রামের একটি কলা বাগানের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরএআর/পিআর