ঝিনাইদহে মুদি দোকানিকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৯

ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে শেখ মো. মুকুল হোসেন (৪৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সজীব হোসেন নামে একজনকে ধরে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সজীব ভুটিয়ারগাতী এলাকার আলম বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, রাতে জেলা শহরের এইচএসএস সড়কে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মুকুল হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, ঘটনার সময় স্থানীয়রা ছুটে এসে সজীব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাঈম সিদ্দিকী জানান, আহত মুকুল হোসেনের বুকে, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।