স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ডাউটি গ্রামে যৌতুক না দেয়ায় স্বামীর নির্যাতনে শিউলি খাতুন (৩৫) নামে এক স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী আনিচুর রহমান।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, উপজেলার বড়ডাউটি গ্রামের আনিচুর রহমান যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। একই দাবিতে গত ৩ জানুয়ারি তিনি তার স্ত্রীকে বেদম মারপিট করেন। এতে শিউলি খাতুন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান শিউলি। এই দম্পতির আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে স্বামী আনিচুর রহমান পলাতক রয়েছেন।
আরএআর/এমকেএইচ