হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপরে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শরিফ হোসেন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ৮নং গার্ডারে এ দুর্ঘটনা ঘটে। মৃত শরিফ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর-রূপপুর গ্রামের চুনু মিয়ার ছেলে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপর রাজশাহীর রোজলিন ট্রেডার্সের শামিমুর রহমান রিডারের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা রঙের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে ৮নং গার্ডারের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন শরিফ। তাকে গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বাহাউদ্দীন ফারুকী আরও বলেন, হার্ডিঞ্জ ব্রিজের ৮নং গার্ডার কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার নির্ধারিত এলাকা। বিষয়টি তাদের অবগত করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।